শুক্রবার , ১৮ ডিসেম্বর ২০২০ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ফেন্সিডিলসহ রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আটক

Paris
ডিসেম্বর ১৮, ২০২০ ১১:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

সরকারি গাড়িতে ফেন্সিডিল বহনের সময় রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব নুরুজ্জামানসহ তার সহযোগীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ শুক্রবার রাত ১০টায় চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্রিজের টোল প্লাজা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, সরকারি পাজেরো গাড়িতে ফেন্সিডিল বহনের সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাদের আটক করে। এসময় তার গাড়িতে দুজন ছিল এবং গাড়ি থেকে ফেন্সিডিল  উদ্ধার করা।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক (ডিডি) মো. জাফরুল্লাহ কাজল

তিতি জানান, সরকারি পাজেরো গাড়িতে ফেন্সিডিল বহন করায় রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব নুরুজ্জামান ও তার সহযোগী এক বন্ধুকে আ্টক করা হয়ছে। তারা ফেন্সিডিল কোমল পানীয়োর (কোকাকোলা) বোতলে করে বহন করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের থেকে প্রায় কোমল পানীয়োর ৬৫ বোতলে ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এদিকে, অটকের পর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব নুরুজ্জামানকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউজে রুদ্রধর বৈঠক চলছে। তবে তার সহযোগীকে বন্ধু গাড়িতেই রয়েছেন বলে জানা গেছে।

 

 

 

সর্বশেষ - রাজশাহীর খবর