নারী শিক্ষককে পেটানোর অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের কাদিয়াল নাউরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী রানী মৈত্রকে পেটানোর অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে শিক্ষিকা শিল্পী রানী মৈত্র নিজেই বাদী হয়ে চেয়ারম্যান মঞ্জুরুল আলমকে আসামি করে মামলাটি দায়ের করেন।

 

বিকেলে মহাদেবপুর থানার ওসি সাবের রেজা আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে মহাদেবুপর থানার ওসি সাবের রেজা আহমেদ জানান, গত ৮ সেপ্টেম্বর ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে রাইগাঁ বাজারের মৃত মজিবর রহমানের ছেলে ও ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল আলম মঞ্জুর মনোনিত প্রাথী আব্দুর রাজ্জাক পরাজিত হওয়ায় প্রধান শিক্ষিকাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল।

 

এরই জের ধরে ঈদের আগের দিন (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মঞ্জুরুল আলমসহ খলসাকুড়ি গ্রামের মোজাম্মেল হেসেনের ছেলে আবু মুসা রাইগাঁ বাজারে অবস্থিত রওশন মেডিক্যাল ষ্টোরের সামনে প্রধান শিক্ষিকা শিল্পী রানী মৈত্রর পথরোধ করে তাকে এলোপাথারীভাবে মারপিট ও চরথাপ্পড় মারেন।

 

এদিকে এ ঘটনার প্রতিবাদে ফুসে উঠেছেন শিল্পীর সহকর্মী, এলাকাবাসী ও শিক্ষার্থীরা। অবিলম্বে চেয়ারম্যান মঞ্জুরুল আলমের গ্রেফতার ও শাস্তি দাবি করেছেন তারা।

 

স/আর