বৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নগরীতে পুলিশের ওপর মাদক কারবারির হামলা

Paris
মার্চ ৩০, ২০২৩ ৯:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে মাদক কারবারিদের হামলায় মোহাম্মদ শহিদুল্লাহ নামের এক এসআই আহত হয়েছেন। বুধবার (২৯ মার্চ) রাত ৮টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রফিকুল আলম জানান, শহিদুল্লাহ কোর্ট এলাকা থেকে ফেরার পথে নগরীর ডিঙ্গাডোবা এলাকায় দেখতে পান কয়েকজন মিলে একজনকে মারধর করছে। এটা দেখে তিনি এগিয়ে থামানোর চেষ্টা করেন।

তিনি নিজেকে পুলিশ পরিচয়ও দেন। এসময় মারধরকারী এসআই শহিদুল্লাহর ওপর চড়াও হয়ে একজন এলোপাতাড়ি মারধর করতে থাকেন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনার পরই বুধবার রাতে রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। এরা হলেন- নগরীর দামকুড়া এলাকার মোখলসুর রহমানের ছেলে ইমরান হোসেন ও হজর মোড় এলাকার আব্দুল লতিফের ছেলে মো. লাদেন।

সর্বশেষ - রাজশাহীর খবর