বুধবার , ১৯ এপ্রিল ২০১৭ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাত পুলিশসহ নিহত ১২

Paris
এপ্রিল ১৯, ২০১৭ ১২:৩৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: তুরস্কের পার্বত্য অঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাত পুলিশ সদস্যসহ ১২ জন নিহত হয়েছে। মঙ্গলবার টুনসেলি প্রদেশের পালমার এলাকায় এটি বিধ্বস্ত হয় বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

উদ্ধারকারী দলের সদস্য সুলেইমান সইলি জানিয়েছেন, পালমার থেকে উড্ডয়নের ১০ মিনিটের মাথায় হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় তিন ঘন্টা পর পাহাড়ে বিধ্বস্ত হেলিকপ্টারটির সন্ধান পান উদ্ধারকারী দল। মূলত খারাপ আবহাওয়ার কারণে বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজে পেতে সমস্যা হয়েছে বলে দাবি করা হয়েছে।

হেলিকপ্টারটির আরোহীদের মধ্যে সাতজন পুলিশ সদস্য, একজন বিচারক, এক সেনা সদস্য ও তিনজন ক্রু ছিল।

আঞ্চলিক গভর্নরের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।’

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - আন্তর্জাতিক