রবিবার , ২০ নভেম্বর ২০১৬ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চাঁদনী সন্ধ্যা’য় তারকাদের মহামিলন

Paris
নভেম্বর ২০, ২০১৬ ২:৫৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

একসঙ্গে এতো তারকার মিলনমেলা সচরাচর দেখা যায় না আজকাল। শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় তারকাদের হাট বসেছিল রাজধানীর একটি কনভেনশন হলে। এহতেশাম পরিচালিত শাবনাজ-নাঈম অভিনীত ‘চাঁদনী’ ছবির ২৫ বছর পূর্তি উপলক্ষে এ তারকা দম্পতিকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন তারকারা

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অভিনেতা-সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আরও ছিলেন ইলিয়াস কাঞ্চন, ওমর সানি, ফেরদৌস, আমিন খান, রিয়াজ, বাপ্পা, সম্রাট, জায়েদ খান, ইমনসহ বেশ কজন চিত্রনায়ক।

নায়িকাদের মধ্যে ছিলেন কবরী, অঞ্জনা, অরুনা বিশ্বাস, মৌসুমী, কেয়া, নিপুণ, পপি, পূর্ণিমা, বিদ্যা সিনহা মিমসহ অনেকেই। সব মিলিয়ে প্রায় দেড় শতাধিক তারকার উপস্থিতিতে পালিত হলো ছবিটির রজত জয়ন্তী উৎসব ‘চাঁদনী সন্ধ্যা’।
‘চাঁদনী সন্ধ্যা’য় তারকাদের মহামিলনআসাদুজ্জামান নূর বলেন, ‘‘চাঁদনী’ ছবি থেকে শুরু করে অনেক জনপ্রিয় ছবি উপহার দিয়েছে এ জুটি। এসব ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্র ভিন্ন মাত্রা পেয়েছে।  ছবিটির ২৫ বছর পূর্তির এ আয়োজনে এসে অনেক কথা মনে পড়ছে। এই ছবির জুটি এখন আর অভিনয় করেন না। ভালো লাগার বিষয় হলো তারা এখনও চলচ্চিত্র নিয়ে ভাবেন।’’
১৯৯১ সালের ৪ অক্টোবর ‘চাঁদনী’ ছবির মাধ্যমে এই তারকা জুটির অভিষেক হয় চলচ্চিত্রে। সে হিসেবে ৪ অক্টোবর ছবিটি মুক্তির ২৫ বছর অতিক্রম করেছে। এ উপলক্ষে ‘চাঁদনী’ ছবির নির্মাতা এহতেশামকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয় এ অনুষ্ঠানে। অনুষ্ঠানের এক পর্যায়ে শাবনাজ-নাইম তাদের অনুভূতি ব্যক্ত করেন।
শাবনাজ বলেন, ‘২৫ বছর যে কীভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আজকের এ আয়োজনের মাধ্যমে চলচ্চিত্র পরিবারের মানুষদের ভালোবাসা পেয়ে আমরা মুগ্ধ।’
নাঈম বলেন, ‘এই ছবিটির জন্য আমরা আজকের শাবনাজ-নাইম। এ ছবিটিই আমাদের দুজনকে সারা জীবনের জন্য এক করে দিয়েছে। এখন আমরা অভিনয় না করলেও এই সিনেমার কারণে আজও সম্মানিত হই মানুষের কাছে।’
‘চাঁদনী সন্ধ্যা’য় তারকাদের মহামিলনঅনুষ্ঠানের সভাপতিত্ব করেন চিত্রপরিচালক আজিজুর রহমান। অনুষ্ঠানটি বাস্তবায়ন করার জন্য শাবনাজ-নাঈমকে সার্বিক সহযোগিতা করেছেন চিত্রপরিচালক মতিন রহমান ও সাংবাদিক অভি মঈনুদ্দীন। এ অনুষ্ঠানে ‘চাঁদনী’ ছবির গান পরিবেশন করেন ছবিটির একাধিক গানে কণ্ঠ দেওয়া অকাল প্রয়াত খালিদ হাসান মিলুর ছেলে প্রতীক হাসান ও এ ছবির সব গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে দিঠি আনোয়ার।
‘চাঁদনী’ ছবির পরও বেশকিছু সফল ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন শাবনাজ-নাঈম জুটি। তাদের অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো- ‘দিল’, ‘সোনিয়া’, ‘চোখে চোখে’, ‘বিষের বাঁশি’, ‘ফুল আর কাঁটা’, ‘আগুন জ্বলে’, ‘লাভ’, ‘অনুতপ্ত’, ‘টাকার অহংকার’, ‘সাক্ষাৎ’ এবং ‘জিদ’। এখন পর্যন্ত এ জুটির একসঙ্গে অভিনীত শেষ ছবিটি হচ্ছে ‘ঘরে ঘরে যুদ্ধ’।
বর্তমানে এই জুটি সিনেমা নিয়ে নতুন কিছু ভাবছেন। তবে এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ এই তারকা দম্পতি।

 

‘চাঁদনী সন্ধ্যা’য় তারকাদের মহামিলন

সূত্র : বাংলাট্রিবিউন

সর্বশেষ - বিনোদন