বৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০১৭ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কড়া নিরাপত্তায় নাটোরের ১ পৌরসভা ও ২ ইউপিতে ভোট গ্রহন শুরু(ভিডিওসহ)

Paris
ডিসেম্বর ২৮, ২০১৭ ১০:৫৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভা এবং জোয়ারী ও মাঝগাঁও ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে একযোগে পৌরসভা ও দুইটি ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয়।

সকাল থেকেই ভোট কেন্দ্রেগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতির হার বেশি।

ভোটেেকন্দ্রের নিরাপত্তার জন্য ৮ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সশস্ত্র পুলিশ সহ ১৪৪ জন পুলিশ সদস্য, ৬শ’১২জন আনসার ব্যাটেলিয়ন, ভিডিপি ও সাধারণ আনসার নিরাপত্তা কাজে নিয়োজিত রয়েছে। এছাড়া ৪ প্লাটুন বিজিবি এবং র‌্যাব সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে।

নির্বাচনে বনপাড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগ প্রার্থী বর্তমান মেয়র কেএম জাকির হোসেন ও বিএনপি প্রার্থী মহুয়া নূর কচি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বনপাড়া পৌরসভার ১১ টি কেন্দ্রের ৬১ টি কক্ষে ১৯হাজার ৫৫২জন ভোটার এবং জোয়ারী ও মাঝগাঁও ইউনিয়ন পরিষদের মোট ২৫ টি কেন্দ্রের ১৫৯ টি কক্ষে মোট ৫২ হাজার ৯০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর