মঙ্গলবার , ১২ অক্টোবর ২০২১ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কেমন হবে দূর্গা পূজার সাজ? যা বললেন কাজল

Paris
অক্টোবর ১২, ২০২১ ১১:৩৫ পূর্বাহ্ণ

অন্য সময়ে সাজে ভিন্নতা থাকলেও বাঙালির সর্বজনীন দূর্গা পূজার সময়  তার সাজ একেবারেই আলাদা। বলছিলাম বলিউড অভিনেত্রী কাজলের কথা। হিন্দি চলচ্চিত্রে কাজ করলেও কাজল জন্মসূত্রে বাঙালি। ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী কিন্তু দুর্গাপুজোর সময়ে অভিনেত্রী কাজল শাড়ি, গয়না পরে পুরোদস্তুর বাঙালির মতোই সাজেন। আর এই সাজের সময় যেসব বিষয় প্রিয় এই অভিনেত্রী খেয়াল রাখেন চলুন জেনে নেওয়া যাক।

১) মেকআপের বেস যেন হয় খুবই ভাল মানের। তাতেই অনেকটা কাজ হয়ে যাবে।

২) বেস মেকআপ ভাল করার জন্য খুব যত্ন নিয়ে তা ত্বকের সঙ্গে মিলিয়ে নিতে হবে।

৩) গলা আর মুখের রঙ যেনো একরকম হয়। এজন্য গলার রঙের সঙ্গে মিলিয়ে লাগাতে হবে ফাউন্ডেশন।

৪) ত্বকে নানা ধরনের দাগ থাকেই। প্রয়োজন বুঝে ঠিক জায়গায় কনসিলার ব্যবহার করুন।

৫) পুজোয় মোটা করে কাজল পরলে বেশ দেখায়। তা ভালই জানেন কাজল।

৬)লালচে কোন আইশ্যাডো হলে খুব সুন্দরভাবে যাবে চেহারার সঙ্গে।

৭) ভালভাবে পাউডার ব্যবহার করুন।

৮) বড়সড় একটি টিপ পরলেও বেশ দেখায়।

কাজলের সাজ দেখিয়ে দেয়, বছরের এই সময়টিতে সহজেই নিজের চেহারায় ফুটিয়ে তোলা যায় উৎসবের আনন্দ।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - লাইফ স্টাইল