বৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০১৯ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কুৎসা রটনাকারী নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে রাজশাহী নগর আ.লীগ

Paris
অক্টোবর ১৭, ২০১৯ ১২:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: 
কুৎসা রটনাকারী নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে রাজশাহী মহানগর আওয়ামী লীগ।
গতকাল বুধবার নগর আওয়ামী লীগের সভাপতি ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার এক যুক্ত বার্তায় এ তথ্য জানায়।
এতে বলা হয়েছে, রাজশাহীতে সকল স্তরের আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও শুভানুধ্যায়ীবৃন্দকে জানানো যাচ্ছে যে, টেলিভিশন, সামাজিক যোগাযোগের মাধ্যম, পত্রিকা, অনলাইন পোর্টালসহ অন্যান্য মাধ্যমে নিজেদের দলীয় নেতাকর্মীদের মধ্যে অহেতুক কুৎসা ও উস্কানিমূলক আচরণের কারণে দলের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন হচ্ছে।
আমরা নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। যে সকল নেতাকর্মী এই ধরনের কর্মকাণ্ডে বুঝে বা না বুঝে জড়িত থেকে দলের শৃঙ্খলা নষ্ট করছে, তাদেরকে দলীয় শৃঙ্খলা রক্ষার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
যদি কোনো নেতাকর্মী পরবর্তীতে এই ধরনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকেন, তাদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
স/আ

 

সর্বশেষ - রাজশাহীর খবর