সোমবার , ৮ মার্চ ২০২১ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কবি রওশন কেয়া’র প্রথম কাব্যগ্রন্থ ‘জল জোছনার প্লাবন’ এর মোড়ক উন্মোচন

Paris
মার্চ ৮, ২০২১ ৩:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: কবি রওশন কেয়া’র প্রথম কাব্যগ্রন্থ ‘জল জোছনার প্লাবন’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার(০৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কনফারেন্স রুমে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান নারী উদ্যোক্তা, কবি ও কথাশিল্পী অধ্যাপক রাশেদা খালেক।

তিনি বলেন, কবি রওশন কেয়া’র প্রথম কাব্যগ্রন্থ ‘জল জোছনার প্লাবন’ প্রকাশনার মাধ্যমে মানুষের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি কবি রওশন কেয়া’র উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি রুহুল আমিন প্রামাণিক, রাবির বাংলা বিভাগের প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম, বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক পরিচালক হাসান আখতার, আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী সরকারি পি.এন. বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তৌহিদ আরা, শিশু সাহিত্যিক ও নাট্যব্যক্তিত্ব বীরমুক্তিযোদ্ধা সুখেন মুখোপাধ্যায়, গবেষক, সাহিত্যিক ও সঙ্গীত শিল্পী অচিন্ত্য কুমার সরকার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলা বিভাগের প্রভাষক হাসান ঈমাম সুইট।

এসময় অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স/জে

সর্বশেষ - রাজশাহীর খবর