শনিবার , ১৪ নভেম্বর ২০২০ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

এক পাষণ্ড বাবার কুসংস্কারের বলি ৬ বছরের মেয়ে

Paris
নভেম্বর ১৪, ২০২০ ৭:০৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

পুত্রসন্তান চাই তাঁর। তাই তান্ত্রিকের পরামর্শে নিজের ৬ বছরের মেয়েকে বলি দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির লোহরদাগার পেশর ব্লকে। এমনটাই জানা গেছে ভারতের স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে।

দেশটির স্থানীয় পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম সুমন নেগাসিয়া। পেশায় তিনি মজুর। পুত্রসন্তানের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন সুমন। এমন সময় এক তান্ত্রিকের সঙ্গে তাঁর পরিচয় হয়। তার কাছে বিষয়টি জানান তিনি। তান্ত্রিক তখন সুমনকে পরামর্শ দেন, পুত্রসন্তান পেতে হলে নিজের মেয়েকে বলি দিতে হবে। পুত্রসন্তানের জন্য মরিয়া সুমন পরামর্শ পালন করার সুযোগ খুঁজছিলেন। শুক্রবার সেই সুযোগ এসেও গেল। তাঁর স্ত্রী বাপের বাড়িতে গিয়েছিলেন। মেয়েকে সুমনের কাছে রেখে গিয়েছিলেন তিনি। এই সুযোগ হাতছাড়া করতে চাননি সুমন। মেয়েকে সঙ্গে নিয়ে তান্ত্রিকের কাছে হাজির হন। তারপর তারই নির্দেশ মতো মেয়ের গলার নলি কেটে খুন করেন।

ঘটনাটি জানাজানি হতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান তান্ত্রিক। তবে নিজ বাড়ি থেকে সুমনকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। মেয়েটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পেশরার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তান্ত্রিকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। কী কারণে মেয়েটিকে খুন করা হলো তাও খতিয়ে দেখা হচ্ছে।

 

সূত্র: কালেরকন্ঠ

সর্বশেষ - জাতীয়