বুধবার , ৬ ডিসেম্বর ২০২৩ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইসলামী শিক্ষা মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

Paris
ডিসেম্বর ৬, ২০২৩ ৫:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী ইসলামী শিক্ষা গবেষণা কেন্দ্র ও মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন সমাজসেবী, নারীনেত্রী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আকতার রেনী।

বুধবার (৬ ডিসেম্বর) স্কুলে প্রাঙ্গণে আলোচনা সভার মধ্যে দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আরমান আলী।

বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ও সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক ড. আবদুল্লাহ আল ফিরোজ, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার আবদুল আজিজ রনি, স্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক রেজওয়ানুর রহমান, সিনিয়র শিক্ষক আবু ফরহাদ,  মসরুল হাসান প্রমুখ।

প্রধান অতিথি শাহীন আকতার রেনী বলেন, শিক্ষার্থীদের দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের  ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।

সর্বশেষ - ধর্ম