বৃহস্পতিবার , ১৩ জুন ২০১৯ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইরান উপকূলে ২ নৌযানে রহস্যজনক হামলা

Paris
জুন ১৩, ২০১৯ ৪:৩৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ওমান উপসাগরে দুটি তেল ট্যাংকার সন্দেহজনক হামলার শিকার হয়েছে। পরে এগুলো থেকে ক্রুদের সরিয়ে নেয়া হয়েছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য পাওয়া গেছে।

মাস খানেক এই একই অঞ্চলে আরব আমিরাত উপকূলে চারটি তেল ট্যাংকারে নাশকতামূলক হামলার পর এই রহস্যজনক ঘটনা ঘটেছে।

ইরান জানিয়েছে, তাদের উপকূলে দুটি নৌযানে অগ্নিকাণ্ডের পর নৌবাহিনী ৪৪ ক্রু সদস্যকে উদ্ধার করেছে।

বাহরাইনভিত্তিক মার্কিন পঞ্চম নৌবহর জানায়, হামলার খবরের পর ট্যাংকার থেকে সাহায্য চেয়ে ফোন পেয়ে তারা সহায়তায় এগিয়ে গিয়েছে।

যুক্তরাজ্যের রয়াল নেভির অংশ ম্যারিটাইম ট্রেড অপারেশন বলছে, তারা এ ঘটনায় তদন্ত করছে।

তবে এখন পর্যন্ত এ ঘটনায় বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। কিন্তু একজন অপারেটর বলেন, তাদের সন্দেহ, জাহাজটিতে টর্পেডো আঘাত হানতে পারে।

আরেকটি শিপিং ফার্ম জানায়, ওমান উপসাগরে তাদের নৌযানে অগ্নিকাণ্ড ঘটেছে।

সর্বশেষ - আন্তর্জাতিক