বৃহস্পতিবার , ২৫ আগস্ট ২০২২ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইউক্রেনকে অভিনন্দন জানিয়েছিলেন পুতিন!

Paris
আগস্ট ২৫, ২০২২ ৯:৫৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

রাশিয়া-ইউক্রেন সংঘাতের ছয়মাস পেরিয়ে গেলেও কোনো পক্ষই পিছুহটার কোনো লক্ষণই দেখাচ্ছে না। তবে একসময় ইউক্রেনের স্বাধীনতা দিবসে দেশটিতে অভিনন্দন জানিয়ে কিয়েভের সঙ্গে ‘বন্ধুত্বে’র বার্তা দিয়েছিলেন পুতিন।

সেটা অবশ্য সেই ২০০৭ সালের কথা। ২০০৭ সালের ২৪ আগস্ট ক্রেমলিনের একটি প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, পুতিন সোভিয়েত ইউনিয়ন থেকে ইউক্রেনের স্বাধীনতা ঘোষণার ১৬তম বার্ষিকীর ‘সম্মানে’ দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ভিক্টর ইউশচেঙ্কোকে একটি অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন।

এরপর পেরিয়ে গেছে বহু বছর ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে একীভূত করার পর থেকে দুই দেশের শত্রুতা যেন প্রকাশ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কখনোই সুসম্পর্ক ছিল না।

প্রকাশ্য শত্রু কারাবন্দি রুশ নেতা আলেক্সি নাভালনির মতো জেলেনস্কির নামও কখনো সরাসরি উচ্চারণ করেন না পুতিন। জেলেনস্কির প্রসঙ্গ এলে তিনি তাকে ইহুদি প্রেসিডেন্ট, কিয়েভের প্রধান কিংবা মাদক আসক্ত এবং নব্য-নাৎসিদের প্রধান বলেন উল্লেখ করেন।

পুতিনের সঙ্গে জেলেনস্কির এই বৈরিতা শুরু ২০১৯ সালে জেলেনস্কির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরই। নবীন-প্রবীণ এই দুই নেতা সেবারই মুখোমুখি হয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে প্যারিসে। এরপর তাদের মধ্যে আর সামনাসামনি দেখা না হলেও শত্রুতা চলছেই।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক