শনিবার , ৭ ডিসেম্বর ২০১৯ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘আল কায়েদার’ চিরকুট লেখা বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করলো সিটিটিসি

Paris
ডিসেম্বর ৭, ২০১৯ ১২:৩৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মেহেরপুরে আল কায়েদার চিরকুট লেখা বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় ইউনিটের সদস্যরা। নমুনা সংগ্রহের পর পর্যালোচনা করে বোমাটি নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, এটি শক্তিশালী বোমা নয়। আতঙ্ক সৃষ্টির জন্য কে বা কারা বোমাটি রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে ঘটনাস্থলে রেখে যাওয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চিরকুটের বিষয়ে ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি তিনি।

মেহেরপুর শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সামনের সড়কে বৃহস্পতিবার দুপুরে একটি ব্যাগে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো সার্কিটযুক্ত বস্তু পড়ে থাকতে থেকে দেখেন স্থানীয়রা। তারা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে যায় পুলিশের একাধিক দল।

ঘটনাস্থল থেকে আনসারুল ইসলাম (আল কায়েদা) নামের একটি সংগঠনের হাতেলেখা একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটের উদ্ধার হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ।

সর্বশেষ - জাতীয়