মঙ্গলবার , ২৬ জুলাই ২০২২ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আত্রাইয়ে বৃদ্ধাকে আঘাত করে স্বর্ণালংকার ছিনতাই

Paris
জুলাই ২৬, ২০২২ ৮:৫১ অপরাহ্ণ

আত্রাই প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে ক্ষেত্রবালা (৮০) নামে এক বৃদ্ধা মহিলাকে মাথায় আঘাত করে স্বর্ণের কানের দুল ও গলার চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে আহত ক্ষেত্রবালাকে প্রতিবেশী লোকজন পালপাড়া চিত্র পালের বাড়ির বাড়ান্দায় রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় দেখতে পান। পরে তার পরিবারের কাছে খবর দেন তারা। সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করেন।

এ বিষয়ে আহত ক্ষেত্রবালার ছেলে গজেন পাল বলেন, আমার মা একজন ভালো মানুষ। আমার মায়ের সাথে কারো কোন ঝগড়া বিবাদ ছিলো না। আমার মাকে আহত করে কে বা কাহারা স্বর্ণের কানের দুল ও গলার চেইন নিয়ে পালিয়েছে আমি তাদের সুষ্ট বিচার দাবি করছি।

এ বিষয়ে আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। ঘটনাস্থলে পলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জি/আর

সর্বশেষ - রাজশাহীর খবর