শুক্রবার , ১৮ নভেম্বর ২০১৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আইটিইউ পুরস্কার পেল ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ প্রকল্প

Paris
নভেম্বর ১৮, ২০১৬ ৪:২৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) পুরস্কার-২০১৬ পেয়েছে বাংলাদেশের ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণ প্রকল্প।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাংককে আইটিইউ সম্মেলনে বাংলাদেশ সরকারের হয়ে পুরস্কারটি গ্রহণ করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

 

সারা দেশে তথ্যপ্রযুক্তি খাতে বিভিন্নমুখী সমাধানের মাধ্যমে যে গুরুত্বপূর্ণ সামাজিক প্রভাব বিস্তার করেছে তার জন্য এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারটি ‘রিকগনিশন অব এক্সেলেন্স’ নামে পরিচিত।

 

পুরস্কার প্রদানের মধ্য দিয়ে চার দিনব্যাপী আইটিইউ সম্মেলন ২০১৬ শেষ হয় বৃহস্পতিবার।

 

এবার প্রথমবারের মতো আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড সম্মেলনে অংশ গ্রহণ করে বাংলাদেশ। বিশ্বকে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের অগ্রগতি সম্পর্কে জানাতে সম্মেলনে প্যাভিলিয়ন স্থাপন করা হয় বাংলাদেশের পক্ষ থেকে।

 

২০১৭ সালের ডিসেম্বরে উৎক্ষেপণের পর ২০১৮ সালের এপ্রিল নাগাদ এ স্যাটেলাইট বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারবে বলে আশা করছে বাংলাদেশ সরকার। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৯৬৭কোটি টাকা। ফরাসি প্রতিষ্ঠান থ্যালস অ্যালেনিয়া স্পেস স্যাটেলাইটটি নির্মাণ করছে।

 

সূত্র :রাইজিংবিডি

 

সর্বশেষ - জাতীয়