বুধবার , ২৪ জানুয়ারি ২০২৪ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চাঁপাইনবাবগঞ্জে মাদক বিক্রি ও সেবন করার অপরাধে ৮ জন আটক

Paris
জানুয়ারি ২৪, ২০২৪ ১১:৫২ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে মাদক বিক্রয় ও সেবন করার অপরাধে ৮ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। মঙ্গলবার (২৩ জানুয়ারী) দুপুরে
জেলার গোমস্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৫।

আটককৃতরা হলো- জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দৌলতপুর মিনি বাজার এলাকার জাহানারা বেগম ও মৃত ফজলুর রহমানের ছেলে মহিদুল ইসলাম (৪০), একই ইউনিয়নের বড় বঙ্গেসারপুর এলাকার সাহেরা বেগম ও মৃত পেশমান আলীর ছেলে সারোয়ার জাহান (৪০), বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্দেশপুর এলাকার সুফিয়া ও মৃত এসলামের ছেলে শরিফ (৩৫), একই ইউনিয়নের ব্রজনাথপুর এলাকার মৃত আলেয়া বেগম ও মৃত নুরে আলমের ছেলে রবিউল আলম (৪৫), রহনপুর সদর ইউনিয়নের নন্দিপুর পুনোরা এলাকার আকিমুন ও মৃত আব্দুল করিমের ছেলে কামরুজ্জামান (৩৫), চাঁনপুর হিরোপাড়া এলাকার সুরতভান ও মৃত আব্দুস সাত্তারের ছেলে নাইমুল (৩৫), দসিম আলী কাঁঠাল এলাকার ফিকি আরা বেগম ও এসলাম আলীর ছেলে মামুনুর রশিদ (৩০) এবং রহনপুর পৌরসভার বহ্নিপাড়া এলাকার আরিসন বেগম ও মৃত নুরুল ইসলামের ছেলে লিটন (৩০)।

এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তীতে র‌্যাব অধিনায়ক জানান, দীর্ঘদিন ধরে কতিপয় অসাধু ব্যক্তি বিভিন্ন প্রকার মাদক সংগ্রহ করে
জেলার গোমস্তাপুর উপজেলার কেডিসি পাড়ার যুবক ছেলেদের মাঝে বিক্রয় ও নিয়মিত সেবন করার স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৫ রাজশাহীর
সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল মঙ্গলবার দুপুর ১টায় সাদা পোশাকে অভিযান পরিচালনা করে ৮ জনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় আসামীদের সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহীর খবর