ইবিতে ইংরেজি শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে “বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার’স এসোসিয়েশন” (বেলটা) এর আয়োজনে ‘ইংরেজি শিক্ষার ভাল অনুশীলন’ শীর্ষক সেমিনার অনুষ্টিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন (টিএসসিসি) তে এ সেমিনার শুরু হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বেলটার সভাপতি প্রফেসর ড. হারুনুর রশিদ খাঁন, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. শামসুজ্জামান, প্রফেসর ড. গাজী আব্দুর রহমান।

ইংরেজি বিভাগের প্রফেসর ড.মামুনুর রহমানের সঞ্চালনায় এবং একই বিভাগের সভাপতি প্রফেসর ড. এএইচএম আক্তারুল ইসলাম জিল্লুর সভাপতিত্বে খুলনা বিভাগের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, মানসম্মত শিক্ষণপ্রণালীর জন্য শ্রেণিকক্ষের শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে কার্যকরী যোগাযোগ প্রয়োজন। শিক্ষক ও শিক্ষার্থীদের সক্ষমতার উপরেই নির্ভর করে পাঠদান এবং পাঠগ্রহণ প্রক্রিয়ার সাফল্য। পাঠদানের ক্ষেত্রে ধৈর্য্যশীলতা অবলম্বন করা একান্ত জরুরী।