বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিভাগীয় পর্যায়ে ৮শ’ মিটার দৌড়ে রুকাইয়ার প্রথম স্থান অর্জন

Paris
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১:০০ অপরাহ্ণ


বাঘা প্রতিনিধি :
শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ এর ৮০০ মিটার দোড়ে রাজশাহী বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান লাভ করে রুকাইয়া আক্তার। বুধবার (২২ ফেব্রুয়ারী) রাজশাহী শারীরিক শিক্ষা কলেজ মাঠে প্রতিযোগিতায় সে প্রথম স্থান অর্জন করে।

জানা যায়, রুকাইয়া আক্তার রাজশাহীর বাঘা উপজেলার রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে। এরপর বুধবার রাজশাহী শারীরিক শিক্ষা কলেজ মাঠে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। রুকাইয়া আক্তার উপজেলার রুস্তমপুর জোতরঘু গ্রামের শহিদুল ইসলামের ছেলে। বাবা পেশায় একজন কৃষিক। মা শরিফা বেগম গৃহীনি।

এ বিষয়ে বাবা শহিদুল ইসলাম বলেন, আমার মেয়ে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। সে বিভিন্ন স্থানে খেলাধুলা করে অনেক পুরস্কার লাভ করেছে। আমার সামর্থ্য থাকলে তাকে বড় খেলোয়াড় বানাতাম।

রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল হেলাল কনক বলেন, আমরা অত্যন্ত আনন্দিত। তার খেলাধুলার প্রতি সবসময় দারুণ আগ্রহ। রুকাইয়া আক্তার আর্থিক সহযোগিতা পেলে আরও অনেক দূর যাবে। তার সাফল্য কামনা করছি। সে আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় হবে এই দোয়া করি।
রুকাইয়া আক্তার বিভাগীয় পর্যায়ে প্রথম স্থানঅর্জন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) তার অফিস কার্যালয়ে ডেকে সংবর্ধিত করেন।

সর্বশেষ - খেলা