বৃহস্পতিবার , ২৫ আগস্ট ২০২২ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রেলস্টেশনে হামলার দায় স্বীকার, ইউক্রেনের ২০০ সেনাকে হত্যার দাবি

Paris
আগস্ট ২৫, ২০২২ ৯:৫২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার স্বীকার করেছে, তারা চ্যাপলিন রেলস্টেশনে মিসাইল হামলা চালিয়েছে।

বুধবার ইউক্রেনের স্বাধীনতা দিবসের দিন পূর্বাঞ্চলের দানিপ্রো ও দোনেৎস্কের মাঝে চ্যাপলিনের একটি রেলস্টেশনে এ হামলা হয়।

ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, স্টেশনে বেসামরিক মানুষ ছিল। এই হামলায় চারটি ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বশেষ তথ্যে তারা জানায় চ্যাপলিন স্টেশনে ২৫ জন মারা গেছেন।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা চ্যাপলিন স্টেশনে অবস্থানরত ট্রেনের ওপর হামলা চালিয়েছে কারণ ট্রেনে অস্ত্র মজুদ করে রাখা হয়েছিল। যেগুলো দোনবাসের সম্মুখভাগে নিয়ে যাওয়া হতো।

তারা আরও দাবি করেছে, এই হামলায় ২০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।

হামলার ব্যাপারে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চাপলিন রেলস্টেশনে অবস্থানরত একটি সামরিক ট্রেনে ইস্কান্দার মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে। পূর্ব দোনবাসের সম্মুখভাগে অস্ত্র নিয়ে যাচ্ছিল এটি। ট্রেন স্টেশনে ইস্কান্দার মিসাইলের সরাসরি হামলায় ২০০ জনেরও বেশি ইউক্রেনীয় সেনা এবং ১০ ইউনিট সামরিক সরঞ্জাম ধ্বংসপ্রাপ্ত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দাবি করেছে, ইউক্রেনের পোলতাভা এবং দিনিপ্রোপাত্রোভস্ক অঞ্চলে অবস্থিত বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে আটটি যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে তারা।

যদি এ দাবি সত্য হয় তাহলে সাম্প্রতিক সময়ে এটি হবে ইউক্রেনের বিমান বাহিনীর সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক