বুধবার , ২৭ জুলাই ২০২২ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাবি শিক্ষার্থীর বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন-শ্লীলতাহানির অভিযোগ

Paris
জুলাই ২৭, ২০২২ ১:৩৭ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি:

রাজশাহীবিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে শারীরিকভাবে নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে রাকিব আল হাসান নামের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ অভিযোগের বিচার চেয়ে গতকাল (মঙ্গলবার) রাতে প্রক্টর বরাবর লিখিত দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

ভুক্তভোগী সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী। অভিযুক্ত রাকিব বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থী।

আবেদনপত্রে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, এই বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের রাকিব আল হাসানের সাথে একই জেলায় বাড়ি হওয়ার ফলে আগে থেকেই পরিচয় ছিল। সে আমাকে মাঝে-মাঝেই বিরক্ত করতো। আজ (২৬ জুলাই) আমি এবং আমার বান্ধবী বাইরে খেয়ে হলে ফেরার পথে রাত ১০ টায় ২০ মিনিটে মমতাজউদ্দিনকলা ভবনের সামনে রাকিবের সাথে দেখা হয় এবং রাকিব আমাকে কথা বলার জন্য আটকায়? একপর্যায়ে আমি জোর করে আসতে চাইলে সে পিছন থেকে আমাকে টেনে ধরে এবং এর ফলে আমার জামা ছিড়ে যায়। পরে সে আমাকে থাপ্পড়‌ও মারে।

এবিষয়ে অভিযুক্ত রাকিব আল হাসানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

রাবি অধ্যাপক আসাবুল হক বলেন, আমরা লিখিত পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেবো।

জি/আর

সর্বশেষ - রাজশাহীর খবর