মঙ্গলবার , ২৬ এপ্রিল ২০২২ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

যে কারণে কমেছে দ. কোরিয়ার অর্থনীতির গতি

Paris
এপ্রিল ২৬, ২০২২ ১২:২১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

চলতি বছরের প্রথম প্রান্তিকে দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে ধীর গতি দেখা গেছে। এসময় আগের প্রান্তিকের চেয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় অর্ধেকে নেমে এসেছে। করোনাভাইরাসের জেরে অব্যাহত বিধিনিষেধ-মূল্যস্ফীতির ফলে ভোক্তা ও কোম্পানিগুলো ব্যয় কমিয়েছে। বলা হচ্ছে এমন পরিস্থিতিতেই দেশটির অর্থনীতি সংকোচিত হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, চলতি বছরে অর্থাৎ ২০২২ সালের প্রথম প্রান্তিকে দক্ষিণ কোরিয়ার জিডিপি বেড়েছে শূন্য দশমিক সাত শতাংশ। এর আগের প্রান্তিকে এই হার ছিল এক দশমিক দুই শতাংশ। ব্যাংক অব কোরিয়া এ তথ্য প্রকাশ করেছে।

দেশটিতে ব্যক্তিগত খরচ কমেছে শূন্য দশমিক পাঁচ শতাংশ, যা গত পাঁচ প্রান্তিকের মধ্যে সর্বনিম্ন। কারণ সরকার করোনাভাইরাসের নতুন ধরন মোকাবিলায় বার, রেস্তোরাঁ ও অন্যান্য ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখে।

এদিকে মূলধন বিনিয়োগ কমেছে চার শতাংশ, যা তিন বছরের মধ্যে দ্রুততম পতন। একই সঙ্গে নির্মাণ বিনিয়োগ কমেছে দুই দশমিক চার শতাংশ।

আইএনজির অর্থনীতিবিদরা জানিয়েছেন, বর্তমান প্রান্তিক থেকে অর্থনীতির গতি রপ্তানির পরিবর্তে অভ্যন্তরীণমুখী হবে। কারণ এরই মধ্যে সরকার কিছু বিধিনিষেধ তুলে নিতে শুরু করেছে। এতে ব্যক্তি পর্যায়ে খরচ বাড়বে। ফলে ব্যাপক বাণিজ্য ঘাটতির আশঙ্কা দেখা দেবে বলেও জানান তারা।

চলতি বছরে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে তিন শতাংশ। কিন্তু ব্যাংক অব কোরিয়া এমন পূর্বাভাস আগামী পর্যালোচনায় কমিয়ে দিতে পারে। কারণ ইউক্রেন যুদ্ধের প্রভাব, যুক্তরাষ্ট্রের কঠোর মুদ্রানীতি ও করোনা লকডাউনের প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে।

 

সূত্রঃ জাগো নিউজ

সর্বশেষ - আন্তর্জাতিক