শুক্রবার , ১৫ এপ্রিল ২০২২ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাবাকে হারালেন ছোটপর্দার অভিনেতা অপূর্ব

Paris
এপ্রিল ১৫, ২০২২ ৯:১০ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

ছোট পর্দায় জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

অপূর্ব নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে এ খবর নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘আমার বাবা কিছুক্ষণ আগে মারা গেছেন ।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷ সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’

অপূর্ব আরও লিখেছেন, ‌‘আমার বাবার জানাজা আজ বাদ আসর ইকবাল রোড বাইতুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং জানাজার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।’

জানা গেছে, দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন ওমর ফারুক। এদিকে অপূর্বর বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা।

উল্লেখ্য, ভাইকে হারানোর তিন বছরের মাথায় বাবাকে হারালেন অপূর্ব। এর আগে ২০১৯ সালে অপূর্ব তার ছোট ভাই জাহেদুল ফারুক দীপুকে হারিয়েছেন। রাজধানীর শেখেরটেক এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জানানো হয়, এটি আত্মহত্যা।-সূত্র : আমাদের সময়

এএইচ/এস

সর্বশেষ - বিনোদন