শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি ২০২২ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘নিরপেক্ষতা’র শর্তে ইউক্রেনের সাথে আলোচনা, জানাল ক্রেমলিন

Paris
ফেব্রুয়ারি ২৫, ২০২২ ৮:২০ অপরাহ্ণ

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের পর এবার প্রেসিডেন্ট পুতিনের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভও বলেছেন, ‘নিরপেক্ষতার পথে হাঁটলে ইউক্রেনের সাথে আলোচনায় বসবে রাশিয়া।’

তবে সেই নিরপক্ষে বলতে, ইউক্রেন সেনাবাহিনীকে অস্ত্র সমর্পণ করতে হবে, সাথে ন্যাটোতে যোগ না দেয়ার বিষয়েও রাশিয়ার কাছে প্রতিশ্রুতি দিতে হবে; এমনটাই বুঝিয়েছেন পেশকভ। আর এই প্রতিশ্রুতি মিললেই বেলারুশের রাজধানী মিনস্কে ইউক্রেনের সাথে আলোচনায় বসবে রাশিয়া।

এর আগে সংকট সমাধানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনায় বসতে চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তিনি অস্ত্র সমর্পণ আর ন্যাটোতে যোগ দেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি।

এর আগে শুক্রবার সকালে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেছিলেন, ইউক্রেনের সেনাবাহিনী অস্ত্র সমর্পণ করলে কিয়েভের সাথে আলোচনায় বসতে রাজি আছে রাশিয়া।

এসময় তিনি আরও বলেন, ‘রাশিয়া চায় না কোনো নব্য নাৎসি ইউক্রেনের ক্ষমতায় থাকুক।’ একই সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেছেন, রাশিয়া ইউক্রেনকে সামরিকভাবে নিরস্ত্রীকরণ করতে চায়। ইউক্রেন দখলের কোনো পরিকল্পনা মস্কোর নেই বলেও দাবি করেছেন ল্যাভরভ।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক