বৃহস্পতিবার , ৬ জানুয়ারি ২০২২ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

লালপুরে খাবারে বিষ মিশিয়ে ৪১টি মুরগি হত্যা

Paris
জানুয়ারি ৬, ২০২২ ৭:১২ অপরাহ্ণ

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে খাবারের সাথে বিষ মিশিয়ে ৪১ টি মুরগি হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৫ জানুয়ারি ২০২২) উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের নান্দরায়পুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার রাতে এ ঘটনায় লালপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওয়ালিয়া ইউনিয়নের নান্দরায়পুর পূর্বপাড়া গ্রামের মৃত নফিজ উদ্দিন প্রামানিকের ছেলে দুলাল উদ্দিন প্রামানিক (৬৫) ও মেয়ে মোছা. শেফালী (৩৫) একই বাড়িতে মুরগি পালন করেন। প্রতিবেশি মো. আনছার উদ্দিনের ছেলে মো. বাচ্চু (৩০) তাদের বাড়ির পার্শ্ববর্তী জমিতে ধনিয়া পাতা চাষ করেন। মুরগিগুলো প্রায় ওই জমির ফসল নষ্ট করায় বাকবিতন্ডা হয়। বুধবার দুপুরে মুরগির দল ধনিয়াপাতা ক্ষেতে গেলে মো. বাচ্চু গমের সাথে বিশ মিশিয়ে জমিতে ছিটিয়ে দেন। বিষ মাখানো গম খেয়ে ৪১টি মুরগি তাৎক্ষণিক মারা যায়।

এ ঘটনায় বুধবার রাতে মো. দুলাল উদ্দিন প্রামানিক বাদি হয়ে মো. বাচ্চুর বিরুদ্ধে লালপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ/এস

সর্বশেষ - রাজশাহীর খবর