মঙ্গলবার , ৪ জানুয়ারি ২০২২ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

টাইগার শিবিরে দুঃসংবাদ

Paris
জানুয়ারি ৪, ২০২২ ৪:৫০ অপরাহ্ণ

মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিন শেষে যখন বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখছে, তখন টাইগার শিবিরে বয়ে এলো দুঃসংবাদ। প্রথম ইনিংসে ৭৮ রান করা তরুণ ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়কে পঞ্চম দিনে পাচ্ছেন না মুমিনুলরা।

টেস্টের চতুর্থ দিন খেলা শুরুর আগে ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে ডান হাতের আঙুলে চোট পেয়েছেন জয়। দিতে হয়েছে তিনটি সেলাই। ফলে ৭ থেকে ১০ দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজিদ ইসলাম জানান, মঙ্গলবার ফিল্ডিং অনুশীলনের সময় ডান হাতে চোট পেয়েছেন মাহমুদুল হাসান। এখানে যে চিকিৎসক ছিলেন, তিনি এরই মধ্যে সেলাই করে দিয়েছিলেন। তিনটা সেলাই পড়েছে তার হাতে। তাকে এখন ৭-১০ দিনের পর্যবেক্ষণে থাকতে হবে, যা যা চিকিৎসা দরকার, সেগুলো দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আঙুল সেলাইয়ের কারণে প্রথম টেস্ট তো বটেই, আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠেয় সিরিজের শেষ টেস্টেও মাহমুদুলকে পাচ্ছে না বাংলাদেশ দল।

প্রথম ইনিংসে মাহমুদুল হাসান করেছিলেন ৭৮ রান। তার এ মূল্যবান ইনিংস খেলতে ২২৮ বল লেগেছিল। তার ব্যাটিংয়ে ভর করে প্রথম ইনিংসে বড় পুঁজি পায় বাংলাদেশ।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - খেলা