বৃহস্পতিবার , ৯ ডিসেম্বর ২০২১ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

যুদ্ধের থেকে বেশি মানুষ মারা যাবে আফগানিস্তানে যদি…

Paris
ডিসেম্বর ৯, ২০২১ ৬:১০ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

চলমান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে আফগানিস্তানের শীতকালে (ডিসেম্বর থেকে মার্চ) দশ লাখ মানুষ মারা যেতে পারে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ (আইসিজি) এই হুঁশিয়ারি দিয়েছে।

গ্রুপটি বলছে, চলমান সংকট এবং অনাহারে আফগানিস্তানে দুই দশকের যুদ্ধের চেয়ে বেশি মৃত্যু হতে পারে। তাদের সুপারিশ, দুর্ভিক্ষ এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে এবং নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

গত ১৫ আগস্ট তালেবান ক্ষমতা নেওয়ার পর দেশটিতে আন্তর্জাতিক সহায়তা স্থগিত করা হয়েছে। আফগানিস্তানে তীব্র খাদ্য ও মানবিক সংকট চলছে। সরকারি কর্মচারীদের বেতন নেই। মৌলিক সেবা প্রদান করা হচ্ছে না এবং আর্থিক খাত পঙ্গু হয়ে গেছে।

আইসিজির প্রতিবেদনে আফগানিস্তানের এই অবস্থার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রকৃত অপরাধী বলে সমালোচনা করা হয়েছে।  কারণ তারা বিদেশী নির্ভর একটি সরকার তৈরি করেছিল। এখন আফগানিস্তান থেকে বিদেশি সহায়তা প্রত্যাহারের পর দেশটি ধ্বংসের কিনারে দাঁড়িয়েছে।

তবে প্রতিবেদনে পরিস্থিতির জন্য তালেবানকেও দায়ী করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী আধুনিক অর্থনীতি পরিচালনা করতে পারে না। এছাড়া অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন না করতে পারা এবং মানবাধিকার লঙ্ঘন নিয়ে তালেবানের সমালোচনা করেছে সংস্থাটি।

বিশ্লেষকদের বরাতে আইসিজি বলছে, পশ্চিমারা চায় তালেবান ব্যর্থ হোক। সহিংসভাবে ক্ষমতা গ্রহণ করায় তারা সহায়তা বন্ধ করে তালেবানকে শাস্তি দিতে চায়। তবে প্রকৃত অর্থে আফগানিস্তানের সাধারণ মানুষ এর ভুক্তভোগী হচ্ছে।

সূত্র:যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত