বৃহস্পতিবার , ১১ নভেম্বর ২০২১ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Paris
নভেম্বর ১১, ২০২১ ৬:০৮ অপরাহ্ণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ধামইরহাট উপজেলা যুবলীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা যুবলীগের সভাপতি বিশিষ্ট যুব নেতা মো.জাবিদ হোসেন মৃদু’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মো.দেলদার হোসেন।

পৌর যুবলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মাহবুব আলম বাপ্পীর সঞ্চালনায় আলোচনা সভায় অংশ গ্রহণ করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মো.শহীদুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগৈর যুগ্ম সাধারণ সম্পাদক মো.ওবায়দুল হক সরকার,প্রবীণ আওয়ামীলীগ নেতা মো.তনছের আলী,সাংগঠনিক সম্পাদক খাজা ময়েন উদ্দিন,ইউপি চেয়ারম্যান মো.কামরুজ্জামান।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান মো.সোহেল রানা,মহিলা আওয়ামীলীগের সভাপতি আনজু আরা,যুবলীগ নেতা আব্দুল হাই দুলাল, আবু ইউসুফ মো. মর্তুজা রহমান,সেলিম মাহমুদ রাজু,ইনজামামুল হক শিমুল,ওমর ফারুক,আব্দুর রউফ বাচ্চু,ফিরোজ হোসেন,মোসাদ্দেক হোসেন,মিঠন চক্রবর্তী,তমা ইসলাম প্রমুখ। বক্তাগণ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে যুবলীগের সকলস্তরের নেতাকর্মীকে নৌকা মার্কা প্রার্থীকে জয়যুক্ত করতে নিরলসভাবে কাজ করতে আহবান জানান।

 

 

 

 

 

সর্বশেষ - রাজশাহীর খবর