বৃহস্পতিবার , ১৯ আগস্ট ২০২১ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

তুরস্ক এখনও কাবুলের দায়িত্ব নিতে প্রস্তুত : এরদোয়ান

Paris
আগস্ট ১৯, ২০২১ ৮:৫৫ অপরাহ্ণ

কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিতে তুরস্ক এখনও প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। টেলিভিশনে দেওয়া এক ভাষণে গতকাল বুধবার তিনি একথা বলেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ন্যাটোভুক্ত দেশগুলোর শীর্ষ নেতাদের বৈঠক হয়। এরপর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান হামিদ কারজাই বিমানবন্দরের নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

তুরস্কের প্রেসিডেন্ট আরো বলেন, তিনি তালেবান নেতাদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন। তালেবান গত রবিবার কাবুল নিয়ন্ত্রণে নেয়। আফগানিস্তান তালেবানের দখলে যাওয়ার পর দেশটির হাজার হাজার দোভাষী কাবুল বিমানবন্দরে ভিড় করেন। এতে বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। গত রবিবার থেকে এ পর্যন্ত বিমানবন্দরে ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে এরইমধ্যে তুরস্ক আফগানিস্তান থেকে তাদের ৫৫২ জন নাগরিককে ফেরত নিয়ে গেছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক