বৃহস্পতিবার , ১৫ এপ্রিল ২০২১ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে তিন দোকানকে জরিমানা

Paris
এপ্রিল ১৫, ২০২১ ১২:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


পণ্যে গায়ের মূল্য মুছে দেওয়া ও মূল্য তালিকা প্রর্দশন না করার দায়ের তিন দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকায় জরিমানা করে- জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক অপূর্ব অধিকারী।

জানা গেছে- লক্ষ্মীপুর এলাকার শেখ স্টোরকে পণ্যের দাম মুছে বেশি দামে বিক্রির দায়ে ৩ হাজার টাকা, বাবুল স্টোরকে একই অভিযোগে ৫ হাজার টাকা এছাড়া ইমন মুরগির দোকানকে মূল্য তালিকা না টাঙ্গানো অভিযোগ ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- সহকারী পরিচালক হাসান-আল-মারুফ ও রুবেল আহম্মেদ।

পরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক অপূর্ব অধিকারী নগরীর বিভিন্ন এলাকায় টিসিবির পণ্য বিক্রির স্থানগুলো পরিদর্শন করেন। নগরীর গোরহাঙ্গা এলাকায় টিসিবির ভ্রামম্যাণ বিক্রয় স্থান পরিদর্শনকালে ক্রেতারা প্যাকেটে বিক্রির অভিযোগ তোলেন।

এসময় তিনি বলেন- কেউ টিসিবির পণ্য প্যাকেজ ভাবে বিক্রি করলে জরিমানা বা লাইসেন্স বাতিল করা হবে।

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর