শুক্রবার , ২৩ ডিসেম্বর ২০১৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ব্যয় কমাতে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ট্রাম্পের

Paris
ডিসেম্বর ২৩, ২০১৬ ৮:২৯ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রীয় ব্যয় কমানোর উপায় খুঁজতে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার ফ্লোরিডার মার-এ-লাগো ক্লাবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বিশেষ করে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচির ব্যয় কমানোর বিষয়ে আলোচনা করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

 

এর আগে গত সপ্তাহে টুইটারে দেওয়া এক পোস্টে এফ-৩৫ কর্মসূচির ব্যয় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কঠোর সমালোচনা করেন ট্রাম্প।

 

এফ-৩৫ কর্মসূচির প্রধান লে. জেনারেল ক্রিস্টোফার বোগডানসহ তিন ও চার তারকার বেশ কয়েকজন জেনারেল ও অ্যাডমিরাল বুধবারের বৈঠকে অংশ নেন।

এফ-৩৫ যুদ্ধবিমান

এ বৈঠকের ব্যাপারে জানতে চাইলে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘দেশের ব্যয় হ্রাসের চেষ্টা করা হচ্ছে।’

 

তিনি বলেন, এক্ষেত্রে প্রাথমিকভাবে এফ-৩৫ কর্মসূচির ব্যয় কমানোর চেষ্টা করা হচ্ছে। কারণ এ কর্মসূচির ব্যয় অনেক অনেক বেশি।

 

বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে থাকা মোট ২ হাজার ৪৪৩ টি এফ-৩৫ বিমানের ব্যয় দাঁড়িয়েছে ৩৭৯ কোটি ডলার। ডোনাল্ড ট্রাম্প মনের করেন, এ কর্মসূচির ব্যয় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - আন্তর্জাতিক