মঙ্গলবার , ৫ জানুয়ারি ২০২১ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দক্ষিণ কোরিয়ায় করোনায় মৃত্যু এক হাজার ছাড়াল

নিউজ ডেস্ক
জানুয়ারি ৫, ২০২১ ২:৩৭ অপরাহ্ণ

দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৬৪ হাজার নয়শ ৭৯ জন এবং মারা গেছে এক হাজার সাত জন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জিমনেসিয়ামের বহু মালিক এরই মধ্যে বলছেন, করোনা বিধি মেনে দূরত্ব বজায় রাখার বিপক্ষে গিয়ে তারা জিমনেসিয়াম চালু করবেন।

করোনাভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়টি কড়াভাবে বজায় রেখেছে দক্ষিণ কোরিয়া। সে কারণে এখন পর্যন্ত দেশটিতে সংক্রমণের বড় ধরনের ধাক্কা লাগেনি।

আক্রান্তদের মধ্যে সেরে গেছে ৪৬ হাজার একশ ৭২ জন। বর্তমানে সে দেশে করোনা রোগীল সংখ্যা ১৭ হাজার আটশ জন। তাদের মধ্যে তিনশ ৮৬ জনের অবস্থা গুরুতর।

কোরিয়া ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অ্যাজেন্সি (কেডিসিএ) জানিয়েছে, সে দেশে নতুন করে ৭১৫ জন সংক্রমিত হয়েছে এবং মারা গেছে ২৮ জন।

সূত্র: রয়টার্স

সর্বশেষ - রাজশাহীর খবর