শুক্রবার , ১৬ অক্টোবর ২০২০ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে শহীদ কামারুজ্জামান টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট: চায়না বাজার ও ছোট বনগ্রামের জয়

Paris
অক্টোবর ১৬, ২০২০ ৮:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর উপশহর স্যালেলাইট টাউন হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে শহীদ এএইচএম কামারুজ্জামান টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টে আজ শুক্রবার ২টি খেলা অনুষ্ঠিত হয়েছে।

প্রথম খেলায় চায়না বাজার ৩ উইকেটে হারায় এম এস ক্লাবকে।

টসে হেরে এম এস ক্লাব ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৬৪ রান। দলের পক্ষে মিজান ও জুয়েল ১৬ রান করে করেন। বিপক্ষে সৈকত ২৭ রানে ৩টি ও চন্দন ১১ রানে ২টি করে উইকেট নেন।

৬৫ রানের টার্গেট নিয়ে চায়না বাজার ব্যাট করতে নেমে ৮ ওভারে ৭ উইকেট হারিয়ে টার্গেট পুর্ন করে। দলের পক্ষে চন্দন ২৯ ও আসিক ১২ রান করেন। বিপক্ষে তসলিম ২৬ রানে ২টি ও রিপন ১৩ রানে ১টি উইকেট নেন।

চায়না বাজারের চন্দন ম্যাচ সেরা হন।

দিনের অন্য খেলায় ছোট বনগ্রাম ৩৩ রানে হারায় ইসহাক একাদশকে।

টসে হেরে ছোট বনগ্রাম ব্যাট করতে নেমে নির্ধারিত ওভাওে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ কওে ১৩৯ রান। দলের পক্ষে সাগর ৬০ ও তুহিন ২০ রান করেন। বিপক্ষে সজীব ৩২ ও ফারুক ৪৫ রানে ৩টি করে উইকেট নেন।

জবাবে ইসহাক একাদশ ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১০৬ রান। দলের পক্ষে জয় ৪৫ ও নাগিব ১৮ রান করেন। বিপক্ষে ওভি ১৭ রানে ৫টি ও সাব্বির ১১ রানে ১টি উইকেট নেন।

ছোট বনগ্রামের ওভি ম্যাচ সেরা হন।

আগামীকাল শনিবার খেলায়  মা ব্রিকস একাডেমী, রিলায়েন্স অটো, উপশহর ওয়ারিয়ার্স ও আমবাগান ক্লাব অংশ নেবে।

স/অ

আরো পড়ুন …

রাজশাহীতে শহীদ কামারুজ্জামান টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট: মা এগ্রো’র জয়

সর্বশেষ - খেলা