রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২০ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে রেসলারের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

Paris
সেপ্টেম্বর ১৩, ২০২০ ৪:৪৭ অপরাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ সারাবিশ্বের ৮৫ হাজার রেসলারের অনুরোধ রাখেনি ইরান।

২৭ বছর বয়সী ৪৩টি অলিম্পিক পদক জয়ী রেসলার (কুস্তিগীর) নাভিদ আফকারির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান সরকার।

শনিবার দক্ষিণ ইরানের এক জেলখানায় নাভিদ আফকারির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সরকারবিরোধী প্রতিবাদ চলাকালে ইরানের দক্ষিণাঞ্চলের শহর শিরাজে এক সরকারি কর্মচারীকে ছুরিকাঘাতে খুন করার অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এই কুস্তিগীরকে।

আর্ন্তজাতিক সংবাদ সংস্থা এএফপি জানায়, ২০১৮ সালের ২ আগস্ট শিরাজে হোসেন তুর্কমেন নামের এক সরকারি পানি উন্নয়ন কর্মীকে ছুরিকাঘাতে খুন করেন আফকারি।

যতিও আফকারির পরিবারের দাবি, কোনো খুনের অপরাধে তাদের ছেলের হাত হতে রক্ত ঝরেনি। তাকে জেলে নির্যাতন করে খুনের মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে আফকারি আইনজীবী জানান, তার অপরাধের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তবে ইরানি বিচার বিভাগ জানিয়েছে, আফকারিকে জেলে নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের দাবি ভিত্তিহীন।

আফকারির মৃত্যুদণ্ড কার্যকর না করতে ইরানের নেতাদের অনুরোধ করেছিলেন ট্রাম্প ও সারাবিশ্বের ৮৫ হাজার রেসলার।

এছাড়া ইরানের প্রধান ধর্মীয় নেতার কাছে আফকারির প্রাণভিক্ষা চেয়েছিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি টমাস বাখ।
এসব অনুরোধকে তোয়াক্কা না করেই রেসলারের প্রাণদণ্ড কার্যকর করল ইরান।

আফকারির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় আইওসি শোকাহত বলে বিবৃতি দিয়েছেন টমাস বাখ।

ইরানে রেসলিং খুবই জনপ্রিয় খেলা। এ পর্যন্ত ৪৩টি অলিম্পিক পদক জিতেছে ইরান। নাভিদ আফকারি ছিলেন একজন জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক