শনিবার , ২৫ এপ্রিল ২০২০ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

করোনায় আক্রান্ত নার্স: রাণীনগরে ৬৮ জনের নমুনা সংগ্রহ

Paris
এপ্রিল ২৫, ২০২০ ৪:২৪ অপরাহ্ণ

রাণীনগর প্রতিনিধি, নওগাঁ:


নওগাঁর রাণীনগরে করোনাভাইরাসে আক্রান্ত নার্সের সংস্পর্শে আসা তার স্বামী, সন্তান, চিকিৎসক, অন্য নার্স ও হাসপাতালের কর্মকর্তা কমচারীসহ মোট ৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
আজ শনিবার ও গতকাল শুক্রবার দুদিনে মোট ৬৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসাপাতাল ল্যাবে পাঠানো হয়। ওই ৬৮ জনকে হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
করোনা ভাইরাসে আক্রান্ত রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই নার্স (২৫) হাসপাতালের কোয়ার্টারে থাকেন। তিনি কোয়ার্টারেই চিকিৎসা সেবা গ্রহণ করছেন। আক্রান্ত ওই নার্স রাণীনগর উপজেলার বাসিন্দা।
রাণীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএইচএম ইফতেখারুল আলম খাঁন সিল্কসিটি নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, করোনায় আক্রান্ত নার্সের সংস্পর্শে আসা তার স্বামী, সন্তান, অন্য চিকিৎসক, অন্য নার্স ও হাসপাতালের কর্মকর্তা কমচারীসহ ৬৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপাতাল ল্যাবে পাঠানো হয়েছে। তাদের সবাইকে হোম কোয়ারেনটাইনে রাখাও হয়েছে। করোনায় আক্রান্ত ওই নার্সকে হাসাপাতের কোয়ার্টারে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। তবে কিভাবে তিনি আক্রান্ত হয়েছেন তা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর