বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০১৯ | ১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

৩০ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন হৃত্বিক!

Paris
সেপ্টেম্বর ২৬, ২০১৯ ১২:৫৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

২০০০ সালে ‌‘কহো না প্যায়ার হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন হৃত্বিক রোশন। ছবিটি বক্স অফিসে সুপার হিট ছিল। আর এই ছবি দেখেই হৃত্বিকের প্রেমে হাবুডুবু অবস্থা হয়েছিল বহু নারী ভক্তের। সে সময় একসঙ্গে ৩০ হাজার জনের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছিলেন এই অভিনেতা। সম্প্রতি কপিল শর্মার শোতে এমন স্বীকারোক্তিই দিয়েছেন হৃত্বিক।

জিনিউজ, হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া টাইমসসহ ভারতের শীর্ষস্থানীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, যে বছর ‘কহো না প্যায়ার হ্যায়’ ছবিটি বক্স অফিসে সুপার হিট হয়েছিল, সে বছরই সব মেয়েদের হৃদয় ভেঙে পুরোনো বান্ধবী সুজান খানকে বিয়ে করেন হৃত্বিক। যদিও টানা ১৪ বছর সংসার করার পর তাদের সেই বিয়ে ভেঙে যায়।

এদিকে ‘কহো না প্যায়ার হ্যায়’ মুক্তির পর রাতারাতি তারকা হয়ে গিয়েছিলেন হৃত্বিক রোশন ও আমিশা প্যাটেল। সম্প্রতি আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমী পুরস্কারে (IIFA অ্যাওয়ার্ড) গত ২০ বছরে সেরা ছবির তকমা দেওয়া হয় হৃত্বিক-আমিশা ‌‘কহো না প্যায়ার হ্যায়’ ছবিটিকে।

শেষবার ‘সুপার থার্টি’ ছবিতে দেখা গেছে হৃত্বিককে। এই ছবিও বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছে বলে জানা গেছে।

সর্বশেষ - বিনোদন