বৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০১৯ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আত্রাইয়ে ভ্রাম্যমান আদালতে ১৩ জনের সাজা

Paris
আগস্ট ২৯, ২০১৯ ৪:২৪ অপরাহ্ণ

আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে অবৈধভাবে গ্যাস ট্যাবলেট দিয়ে বিলে মৎস নিধনের দায়ে ভ্রাম্যমান আদালতে ১২জনের পনের দিন কারাদণ্ড এবং মাদক সেবন ও বিক্রয়ের অপরাধে এক জনের ২মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছানাউল ইসলাম এ রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলো উপজেলার বিশা ইউনিয়নের বিশা গ্রামের বিমল দাসের ছেলে প্রদ্যুত দাস(২২), মৃত জেহের প্রামানিক এর ছেলে মো. সাত্তার (৩৮), মৃত আহসানউল এর ছেলে মোনায়েম(৪৮), মৃত শমসের এর ছেলে মো. কাসেম(৫০), মফিজ এর ছেলে জুয়েল(২৫), মৃত নরেন্দ্রনাথের ছেলে নিপেন(৪৮), মৃত হিমাংসু দাসের ছেলে জীবন(৫০), মনিরুদ্দির প্রাং এর ছেলে মো. রহিদুল (৩০), মো. নবান প্রাং এর ছেলে মো. জুয়েল(২৫), নূর প্রামানিকের ছেলে শহিদুল(৪০), রঘুনাথ দাসের ছেলে গুপিনাথ দাস(৪০), মৃত অফির উদ্দিনের ছেলে আমজাদ(৪০) এবং জামগ্রামের মৃত মো. ইসাদ আলীর ছেলে মো.ইছাহাক আলী(৫০)। বৃহস্পতিবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সূত্রমতে, উপজেলার বিপ্রবোয়ালিয়া গ্রামের বিলে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছধরা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস অফিসার শাহাদত হোসেন, আত্রাই থানার এসআই হাইদার আলী, এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

অপরদিকে মাদক সেবন ও বিক্রির অপরাধে জামগ্রামের মৃত ইসাদ আলীর ছেলে ইছাহাক আলী(৫০) কে গ্রেফতার ভ্রাম্যমান আদালতে ২মাসের কারাদণ্ড প্রদান করেন।

সর্বশেষ - রাজশাহীর খবর