বৃহস্পতিবার , ২৭ অক্টোবর ২০১৬ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় বসছে না সরকার : ফখরুল

Paris
অক্টোবর ২৭, ২০১৬ ১০:০৭ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভরাডুবির আশঙ্কায় নির্বাচন নিয়ে এখন আর কোনো আলোচনায় বসতে রাজি নয় সরকার।

আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়া সাইবার ফোর্স আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন।

 

‘সুন্দরবন বাঁচাও, রামপাল বিদ্যুৎ কেন্দ্র ঠেকাও’ শিরোনামে এই আলোচনা সভায় বিএনপির মহাসচিব বলেন, ‘দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে বিদ্যুৎ চায় না জনগণ।’ সুন্দরবন বাঁচাতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘জনগণের মুখোমুখি হতে চায় না এ সরকার।’

 

আর সুষ্ঠু নির্বাচন এখন ক্ষমতাসীনদের আতঙ্ক এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘ গোটা জাতি অপেক্ষা করছিল কাউন্সিল থেকে আপনারা এক রাজনৈতিক পথ নির্দেশ দেখাবেন। যে রাজনৈতিক সংকট আজ সৃষ্টি হয়েছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছেন, আসুন এই সংকটগুলো নিরসন করার জন্য আমরা একটা আলোচনায় বসি, একটা ডায়ালগে বসি সেখান থেকে আমরা সমাধান বের করে নিয়ে আসি।

 

কিন্তু তারা সেই আলোচনা করতে চায় না। সে কারণে তারা বারবার বলে, গণতন্ত্র আমাদের সেকেন্ডারি বিষয়, প্রাথমিক বিষয় নয়। শুধু ভয়ভীতি সন্ত্রাস করে ত্রাস করে তারা বাংলাদেশের মানুষকে বেশি দিন আটকে রাখতে পারবে না। আটকে রাখতে পারবে না বলেই তারা একের পর এক ভুল করে চলছে।’

সর্বশেষ - রাজনীতি