মঙ্গলবার , ১৬ এপ্রিল ২০১৯ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীর মোড়ে মোড়ে আইপিএল জুয়া

Paris
এপ্রিল ১৬, ২০১৯ ৮:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

জনপ্রিয় খেলা ক্রিকেট। আর এ খেলার মধ্যে দক্ষিণ এশিয়াসহ ক্রিকেট বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছে ভারতীয় ঘরোয়া টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়া লীগ তথা আইপিএল। যেমন জনপ্রিয়তা অর্জন করেছে এ খেলা, তেমনি একে কেন্দ্র করে চলছে বেশ মাতামাতি। একে নিয়ে নিয়মিতই চলছে জুয়া। নিয়মিত নয়, বরং প্রতি ওভার কিংবা বলেও জুয়া চলছে। রাজশাহী নগরীর মোড়ে মোড়েও আইপিএল নিয়ে চলছে জুয়ার আসর। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে যুব সমাজ। চলছে এ নিয়ে নানা গ্যাঞ্জামও।

আইপিএলের শুরু থেকেই ক্রিকেট প্রেমীরা উন্মুখ হয়ে থাকেন খেলা দেখার জন্য। আবার কেউ এ খেলা নিয়ে নিয়মিত জুয়া খেলছেন। এতে অনেকেই ফতুর হচ্ছেন। পরিবারে সেই টাকার জন্য ঝগড়ার সৃষ্টি হচ্ছে। এতে একরকম অস্বস্তিতে আছেন সচেতন অভিভাবক মহল।

সন্ধ্যা নামলেই রাজশাহী নগরীর মোড়ে-মোড়ে, বিভিন্ন অলিগলি থেকে ভেসে আসছে ক্রিকেট খেলার শব্দ। ‘না এ বলে ছয় হবেই, না চার কিংবা কোনো রানই পাবে না’ এসব শব্দ শোনা যাচ্ছে বিভিন্ন দোকানে। যেখানে যুবকরা বসে বসে খেলা দেখছেন। খেলছেন বিভিন্ন অঙ্কের টাকায় জুয়া। ‍যুবকরা ছাড়াও স্কুল শিক্ষার্থীরাও জড়িয়ে পড়ছেন জুয়ায়।

নগরীর মোন্নাফের মোড়ে একটি চা-স্টলে খেলা দেখছিলেন রাজশাহী কলেজের এক শিক্ষার্থী। কথা হয় তার সাথে। তিনি জানান, প্রতিদিনই এ স্টলে স্থানীয়রাসহ কিছু যুবক জড়ো হয়। প্রতি ওভার কিংবা বল ও ম্যাচে টাকা দিয়ে জুয়া খেলছে তারা। এতে মাঝে মাঝে পরস্পরের সাথে কথা কাটাকাটিও করতে দেখা যায় তাদেরকে।

নগরীর ডিঙাডোবা মোড় এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় গিয়ে দেখা যায়, চা স্টলে খেলা দেখছেন কিছু স্কুলপড়ুয়া শিক্ষার্থী। মাঝে মধ্যেই চিল্লাতে দেখা যায় তাদের। কেউ আবার মুখ কালো করে বসে পড়ছেন কখনো কখনো। খোঁজ নিয়ে জানা যায়, তারা আইপিএল’র বিভিন্ন দলের সাপোর্ট কিংবা নির্দিষ্ট খেলোয়াড়ের বলে কিংবা ব্যাটে বিভিন্ন অঙ্কের টাকার জুয়া খেলছেন।

এছাড়া নগরীর কোর্ট স্টেশন, তেরখাদিয়া, হেতেম খাঁসহ বেশকিছু এলাকার মোড়ে মোড়ে এভাবেই বসছে জুয়ার আসর। খোঁজ নিয়ে জানা গেছে, এ আসর সবচেয়ে বেশি বসছে পদ্মাপাড় সংলগ্ন এলাকা কিংবা একটু আনকোড় এলাকায়।

এ অবস্থায় জুয়ার হাত থেকে যুব সম্প্রদায়কে বাঁচাতে প্রশাসনের কঠোর নজরদারি প্রত্যাশা করছেন সচেতন নগরবাসী।

 

স/শা

 

 

 

 

 

 

সর্বশেষ - খেলা