বৃহস্পতিবার , ২৪ জানুয়ারি ২০১৯ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গোদাগাড়ী সীমান্তে বিএসএফ’র গুলিতে গরুর রাখাল নিহত

Paris
জানুয়ারি ২৪, ২০১৯ ৯:৪৭ পূর্বাহ্ণ

গোদাগাড়ী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে জামাল (৪৫) নামে এক বাংলাদেশী রাখাল নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার  ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহত জামাল গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়া দহ ইউনিয়নের ময়নার ট্যাগ ঢাবের মাঠ গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে   জামালসহ কয়েকজন মিলে  সাহেবনগর সীমান্তের ১ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এসময় ভারতের মর্শিদাবাদ জেলার লালগোলা থানার ৩৫ বিএসএফ এর চর আষাড়িয়া দহ  বিওপি ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিএসএফ’র গুলিতে এসময় ঘটনাস্থলেই জামাল নিহত হয়। এ সময় তার সাথে থাকা কয়েকজন রাখাল লাশ নিয়ে পালিয়ে আসে।

এ বিষয়ে বিজিবি’র সাহেব নগর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার সুলতান মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত জামালসহ বেশ কয়েকজন অবৈধ ভাবে গতকাল রাতে ভারতের ভেতরে অনুপ্রবেশ করে। ফেরার পথে বিএসএফের গুলিতে জামাল নিহত হলে তার সহোযগীরা লাশ উদ্ধার করে বাড়ী নিয়ে চলে আসে।

স/র

 

সর্বশেষ - রাজশাহীর খবর