বৃহস্পতিবার , ২৯ নভেম্বর ২০১৮ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গোদাগাড়ীতে শিক্ষকের চড়-থাপ্পড়ে কানের পর্দা ফাটলো ছাত্রের

Paris
নভেম্বর ২৯, ২০১৮ ৯:২৬ অপরাহ্ণ

গোদাগাড়ী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীতে শিক্ষকের চড়-থাপ্পড়ে ছাত্রের কানের মারাত্মক ক্ষতি হয়েছে। ছাত্রের পরিবার অভিযোগ করেন ,উপজেলার সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রজব আলী গত ১০ নভেম্বর শিক্ষক সেলিম আকতারের কাছে টেস্ট পরীক্ষার খাতা নিয়ে যায়। খাতায় ভুল দেখে রাগান্বিত হয়ে শিক্ষক রজব আলীকে চড়-থাপ্পড় মারতে থাকে । এতে রজব আলী আঘাতপ্রাপ্ত হলে ডান কান দিয়ে রক্ত বের হতে থাকে । তখন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী চলে যায়। এখন ডান কান দিয়ে কোন শব্দ শুনতে পাচ্ছে না। মাঝে মধ্যে প্রচন্ড ব্যাথা করে।

বৃহস্পতিবার রজব আলীকে গোদাগাড়ী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, কানের আঘাত গুরুত্বর হওয়ায় কোন শব্দ শুনতে পাচ্ছে না। পরে উন্নত চিকিৎসার জন্য রজব আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

রজব আলী ও তার সহপাঠীদের অভিযোগ, ক্লাসে ও পরীক্ষায় ভুল-ক্রটি করলেই শিক্ষার্থীদের মারধর করেন শিক্ষক সেলিম। শিক্ষক হওয়ায় মারধরের বিষয়ে প্রধান শিক্ষক ও অভিভাবকদের জানাতো না শিক্ষার্থীরা । কিন্তু রজব আলীকে চড়-থাপ্পড় মারার পর কানের ক্ষতি হওয়ায় পরিবারকে জানিয়েছে শিক্ষার্থীরা ।

অভিযোগ প্রসঙ্গে শিক্ষক সেলিম রেজা বলেন, বেয়াদবী করার কারণে শাসন করতে গিয়ে রজব আলীকে এক থাপ্পড় মেরেছি। এবিষয়ে প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর