রবিবার , ১৪ অক্টোবর ২০১৮ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আত্রাইয়ে পল্লী বিদ্যুতের শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন

Paris
অক্টোবর ১৪, ২০১৮ ১:৫০ অপরাহ্ণ

আত্রাই প্রতিনিধি : নওগাঁ আত্রাইয়ে পল্লী বিদ্যুতের শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। শতভাগ বিদ্যুতায়নের ফলে গ্রাহকদের জীবন যাত্রায় লেগেছে উন্নয়নের ছোঁয়া। যুগ যুগ থেকে অন্ধকারে থাকার পর আলোর স্পর্শে যেন উদ্বেলিত হয়ে উঠেছে নতুন নতুন হাজার হাজার গ্রাহক।

তথ্য অনুসন্ধানে জানা যায়, জুলাই ২০১৭ থেকে এ পর্যন্ত উপজেলার ৮ ইউনিয়নের ২০৮ টি গ্রামে নতুন বিদ্যুতের সংযোগ দেয়া হয়েছে। এসব নতুন সংযোগের ফলে উপজেলার আর কোন গ্রাম বিদ্যুৎ বিহীন থাকলো না। ইতোপূর্বে গ্রাহকদের নিকট বিদ্যুতের নতুন সংযোগ এক প্রকার সোনার হরিণ হলেও বর্তমানে তা অনেকটাই সহজলভ্য হয়েছে। ভুক্তোভোগিরা জানিয়েছে বিদ্যুৎ বঞ্চিত এলাকাগুলোতে নতুন করে বিদ্যুতের সংযোগের নামে এক সময় ব্যাপক চাঁদাবাজি হয়েছে। একেকজন গ্রাহকের কাছ থেকে ৮ থেকে ১০ হাজার টাকা করে নেয়ার অভিযোগও রয়েছে।

যেহেতু বিদ্যুৎ মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে সহায়ক। ছেলে মেয়েদের লেখা-পড়ার আগ্রহ বাড়ায়, ক্ষুদ্র কল কারখানার মাধ্যমে পরিবারের আয় বৃদ্ধি করে এবং ছেচরা চোরের উপদ্রবসহ অপরাধ প্রবনতা কমিয়ে আনে। তাই সরলমনা গ্রাহকরা এ উচ্চ মূল্যদিয়েও বিদ্যুৎ সংযোগ নিয়েছেন। কিন্তু বর্তমানে “ প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” এ কর্মসূচী বাস্তবায়নে বিদ্যুৎ সংশ্লিষ্ট ব্যক্তিরা তৎপর হওয়ায় দালালদের দৌরাতœ নেই বললেই চলে। ফলে সহসাই এখন বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন নতুন গ্রাহকরা।

উপজেলার খরসতি গ্রামের ময়নুল হোসেন বলেন, আমরা দীর্ঘদিন থেকে বিদ্যুৎ বঞ্চিত ছিলাম। উপজেলার সব গ্রামে বিদ্যুতায়ন হলেও আমরাই বিদ্যুৎ প্রাপ্তি থেকে বঝ্চিত ছিলাম। কিছুদিন আগে আমরা বিদ্যুতের নতুন সংযোগ পেয়েছি। এতে করে আমরা গ্রামবাসী চরম আনন্দিত।

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি আত্রাই জোনের এরিয়া পরিচালক মহাতাব উদ্দিন বলেন, আমি পরিচালক হওয়ার পর থেকে পল্লী বিদ্যুৎ অফিস দালাল মুক্ত করেছি। গ্রাহকরা যাতে কোন প্রকায় হয়রানীর শিকার না হয় এ জন্য দ্রুত সেবা নিশ্চিত করেছি।

এ ব্যাপারে আত্রাই পল্লী বিদ্যুৎ অফিসের আত্রাই জোনের এজিএম ফিরোজ জামান বলেন, নতুন বিদ্যুৎ সংযোগ নিতে কেউ যাতে দালালের খপ্পড়ে না পড়ে এ জন্য আমরা এলাকায় পোষ্টারিং ও মাইকিং করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কেউ যাতে প্রতারণার শিকার না হয় এ জন্য প্রত্যেককে সরাসরি অফিসে যোগাযোক করার জন্য বলা হয়েছে।

তিনি জানান, গত জুলাই-২০১৭ হতে নিরলসভাবে কাজ করে আমরা এ উপজেলাকে শতভায় বিদ্যুতায়ন করতে সক্ষম হয়েছি। এ ছাড়াও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভির নলকূপে ১৫ টি এবং শিল্পকারখানায় ৩ টি নতুন সংযোগ দেয়া হয়েছে। যার সুফল গ্রাহকসহ এলাকাবাসী ভোগ করছেন। আর এসব সংযোগে কেউ কোন প্রকার হয়রানীর শিকার হয়নি বা অতিরিক্ত অর্থ দিতে হয়নি। বর্তমানে উপজেলার সব কয়টি গ্রামে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি।

 

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর