মঙ্গলবার , ১১ সেপ্টেম্বর ২০১৮ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাবা’র কবর জিয়ারত করলেন মেয়র লিটন

Paris
সেপ্টেম্বর ১১, ২০১৮ ৪:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
শপথ নিয়ে রাজশাহীতে ফেরার পর জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার কবর জিয়ারত করেছেন শহীদ কামারুজ্জামানের সন্তান রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। আজ মঙ্গলবার দুপুরে মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করেন তিনি।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় পারিবারিক কবরস্থানে যান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর তিনি তাঁর পিতা জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের কবর জিয়ারত করেন। এ সময় রাসিক মেয়র এর একান্ত সহকারী এএইচএম আশিকুজ্জামান শাওনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩ সেপ্টেম্বর শপথ গ্রহণের জন্যে ঢাকায় যান রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন। ৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে শপথ গ্রহণ করেন তিনি। পরে তিনি রাজশাহীর নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। গতকাল সোমবার ট্রেন যোগে রাজশাহীতে ফিরেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

খায়রুজ্জামান লিটন সোমবার রাত ১০টায় স্টেশনে পৌছালে দলীয় নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ তাকে সংবর্ধনা জানান।

আজ মঙ্গলবার উপশহরস্থ মেয়র এর বাসায় সকাল থেকে ভিড় জমান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিন রাজশাহী শিক্ষক সমিতি, আরডিএ মার্কেট ব্যবসায়ী বৃন্দসহ নানান শ্রেণিপেশার মানুষ মেয়র খায়রুজ্জামান লিটনকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

স/অ

 

সর্বশেষ - রাজশাহীর খবর