সোমবার , ১৩ আগস্ট ২০১৮ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বঙ্গবন্ধুর পলাতক সাজাপ্রাপ্ত খুনিদের ফাঁসি কার্যকরের স্মারকলিপি প্রদান

Paris
আগস্ট ১৩, ২০১৮ ১:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের বিদেশে পলাতক সাজাপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে এসে ফাঁসির আদেশ কার্যকর করার দাবিতে রাজশাহী জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ সোমবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করে রাজশাহী মহানগর ছাত্রলীগ।

স্মারকলিপিতে বলা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের হত্যকারীদের বিচার সম্পূর্ণ করে রায় আংশিকভাবে কার্যকর করায় বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।

কিন্তু অতীব দুঃখজনক যে এখনও সাজাপ্রাপ্ত খুনিরা বিদেশে পালিয়ে থেকে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। সেই সকল খুনিদের দেশের ফিরিয়ে আনার ব্যাপরে জাতি অন্ধকারে রয়েছে। দাবিগুলো হলো বিদেশে পলিয়ে থাকা বঙ্গবন্ধুর সকল সাজাপ্রাপ্ত খুনিদের দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে আনতে হবে। অবিলম্বে বঙ্গবন্ধুর হত্যার সকল সাজাপ্রাপ্ত খুনিদের বিচারের রায় দ্রুত কার্যকর করতে হবে।

এসময় ডিডিএলজি পাভেল রায়হানের হাতে স্বারকলিপি তুলে দেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ প্রমুখ।

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর