রবিবার , ২৮ জানুয়ারি ২০১৮ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ছাত্র ধর্মঘট সফল করতে প্রগতিশীল ছাত্র জোটের মিছিল

Paris
জানুয়ারি ২৮, ২০১৮ ৮:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে আগামী ২৯ জানুয়ারির ছাত্র ধর্মঘট সফল করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মিছিল করেছে প্রগতিশীল ছাত্র জোট।
রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি আম বাগানে থেকে মিছিলটি বের করা হয়। এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশে মিলিত হয় ছাত্রজোটের নেতাকর্মীরা।
এতে সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিলানী শুভ, কেন্দ্র্রীয় ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, রাবি সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মজিদ, কেন্দ্রীয় ছাত্রমৈত্রীর যুগ্ম আহ্বায়ক ইকবাল কবীর, প্রগতিশীল ছাত্রজোটের আহ্বায়ক শাকিল আহমেদ প্রমুখ। ।
এসময় তারা বিভিন্ন দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে ২৩ জানুয়ারি আন্দোলনরত নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগের নেতাকর্মীদের বিচার, ১৫ জানুয়ারি শিক্ষার্থীদের ওপর নির্যাতনের সঙ্গে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, ছাত্র সংসদ নির্বাচন দেওয়া ও আহতদের চিকিৎসার ব্যয়ভার প্রশাসনকে বহন করা উল্লেখযোগ্য।
স/অ

সর্বশেষ - শিক্ষা