সোমবার , ১৫ জানুয়ারি ২০১৮ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহী প্রেসক্লাবে দুর্বৃত্তদের হামলা

Paris
জানুয়ারি ১৫, ২০১৮ ৪:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী প্রেসক্লাবের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের অফিস স্টাফ মোহাম্মদ হানিফের উপর এ হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাকে কিল-ঘুষি মারে এবং একপর্যায়ে চাকু বের করে। এমতাবস্তায় আশাপাশের লোকজন এসে তাকে নিব্রত করে। পরে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমানুল্লাহ্ পুলিশ ফোর্স নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ ঘটনায় রাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দ নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে। রাজশাহী প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) গোলাম সারওয়ার এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান এক যুক্ত বিবৃতিতে নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে বলেন, কম্বল বিতরণ অনুষ্ঠান শেষে একজন কম্বলপ্রার্থী প্রেসক্লাবের অফিস স্টাফ হানিফ এর উপর চড়াও হয়ে চড়-থাপ্পর মারে এবং একপর্যায়ে চাকু বের করে হামলা চালানোর চেষ্টা করে।

বিষয়টি বুঝতে পেরে প্রেসক্লাবের আশেপাশের স্থানীয় লোক ও চায়ের দোকানে আড্ডারত লোকজন এগিয়ে এসে তাকে নিব্রত করে। তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালে থানার ওসিসহ তৎসংলগ্ন পুলিশ ফোর্স এসে উপস্থিত হয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। রাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দ এ ঘটনার নিন্দা ও উদ্বেগ জানায়।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর