মঙ্গলবার , ২১ নভেম্বর ২০১৭ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সান্ধ্যকোর্স বন্ধের দাবিতে রাবি উপাচার্যকে স্মারকলিপি

Paris
নভেম্বর ২১, ২০১৭ ৫:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন অনুষদে চলমান সান্ধ্যকোর্স বন্ধের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। মঙ্গলবার দুপুরে সংগঠনের নেতাকর্মীরা রাবি উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি গ্রহণ করেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। তিনি বলেন, ‘শুধু এই বিশ্ববিদ্যালয়ই নয়, আরও অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেই সান্ধ্যকোর্স চালু আছে। তাই এ কোর্স বন্ধ করতে হলে একটু সময় লাগবে।’

স্মারকলিপিতে বলা হয়, সান্ধ্যকোর্সের ফলে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পাঠ কার্যক্রম ব্যহত হচ্ছে। এ ছাড়াও সান্ধ্যকোর্সের ফলে বিভিন্ন সমস্যাও তৈরি হচ্ছে। এমনকি শিক্ষার্থী দ্বারা শিক্ষক লাঞ্ছনার ঘটনাও ঘটেছে। এ ছাড়াও চলতি শিক্ষাবর্ষে ভর্তি ফি যাতে বৃদ্ধি করা না হয় সেজন্যও প্রশাসনের কাছে দাবি জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন রাবি ছাত্র ফেডারেশনের সভাপতি তাসবিরুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি এ.এম. শাকিল হোসাইন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি লিটন দাস, বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায় প্রমুখ।

স/শ

সর্বশেষ - শিক্ষা