বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর আত্মজীবনীর উপর কুইজ প্রতিযোগিতা প্রথম আলো বন্ধুসভার

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুরে ”বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ”বই এর উপর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সেন্টারে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

কুইজ প্রতিযোগিতাটিতে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বন্ধুসভার সম্মানিত উপদেষ্টা ফার্মেসি বিভাগের প্রভাষক ড.রাজিয়া সুলতানা এবং আইন ও মানবাধিকার বিভাগের প্রভাষক আব্দুর রহমান গাদ্দাফি।

এছাড়াও উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি এস এম মাহবুব হাসান, সাধারণ সম্পাদক রাব্বি-উল-জিলানী,সহ-সভাপতি আবু হানিফ, বাসারাতুন নূরী ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রিয়াংকা রায়, শাশ্বতী ,মোস্তারিন, মৌটুসী পারভিন, শোভন শাহরিয়ার, নোমান, রিমন, জুবিয়ান, জাহিদ।

কুইজ প্রতিযোগিতা শেষে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা ও প্রথম আলো বন্ধুসভার কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

স/অ