শনিবার , ২৮ অক্টোবর ২০১৭ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সন্ত্রাস,জঙ্গিবাদ দমনে কমিউনিটি পুলিশিং এর ভূমিকা ব্যাপক: এমপি এনামুল

Paris
অক্টোবর ২৮, ২০১৭ ৩:৫৯ অপরাহ্ণ

বাগমারা প্রতিনিধি:
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই স্লোগানকে সামনে রেখে বাগমারায় কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ উদযাপন করা হয়েছে।

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, বাংলাদেশের আইন শৃংখলা রক্ষায় কমিউনিটি পুলিশিং অতি গুরুত্বপূর্ণ। এর সাথে সমাজের সকল স্তরের লোকজনকে যুক্ত করতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে শান্তির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সন্ত্রাস,জঙ্গিবাদসহ বিভিন্ন প্রকার অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং বিরাট ভূমিকা পালন করছে।

সেই সাথে দেশের উন্নয়নধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে নির্বাচিত করতে সকলকে আহ্বান জানান শনিবার উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় উপজেলা সদর ভবানীগঞ্জে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনার চত্ত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়। এর আগে কেক কেটে কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ।

বাগমারা উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক অধ্যক্ষ আতাউর রহমান শিবলীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাগমারা উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক গোলাম সারোয়ার আবুল, চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, আনোয়ার হোসেন, এ্যাড. মনিরুজ্জামান রঞ্জু, আব্দুল হামিদ ফৌজদার, অধ্যক্ষ হাতেম আলী, আব্দুল লতিফ তরফদার, প্রতীক দাশ রানা, এসএম মাহাবুবুর রহমান, জিয়াউর রহমান, উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা নার্গিস পারভিন, ভবানীগঞ্জ বণিক সমিতির সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম হেলাল, জেলা পরিষদের সদস্য মাহামুদুর রহমান রেজা, নারগিস বেগম, চাঁনপাড়া আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম, উপজেলার আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কাউন্সিলর হাসেন আলী প্রমুখ।জলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, গন্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষার্থীসহ রাজনৈতিক দলের নেতা কর্মী বৃন্দ।

স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর