মঙ্গলবার , ৩ অক্টোবর ২০১৭ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জয়পুরহাট জেলাকে অর্থনৈতিক জোন করা হবে: এমপি স্বপন

Paris
অক্টোবর ৩, ২০১৭ ৮:৩৭ অপরাহ্ণ

জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটকে একটি অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে বলে জানিয়েছেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

মঙ্গলবার দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

‘জয়পুরহাট অর্থনৈতিক অঞ্চল’ শীর্ষক এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোকাম্মেলল হক। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. রশিদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আরিফুর রহমান রকেট, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।

এমপি স্বপন বলেন, জয়পুরহাট উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় জেলা। এ জেলা সবসময় খাদ্য উদ্বৃত্ত জেলা হিসেবে সুনাম অর্জন করেছে। এ জেলাকে অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তুলতে পারলে বেকার সমস্যা দূরীকরণসহ দেশ আর্থিকভাবে লাভবান হবে।

স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর